ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৮:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তালতলীতে প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 20, 2024 - 4:28 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 17 বার

মল্লিক জামাল স্টাফ রিপোর্টার:-বরগুনার তালতলী উপজেলায় অতি দরিদ্র, ভূমিহীন ও বেকার মানুষের খাদ্য নিশ্চিতকরণের জন্য কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পে রাস্তা সংস্কার দেখিয়ে বরাদ্দ নিয়ে চলাচলের ব্যাক্তিগত দরজা সংস্কারের অভিযোগ পাওয়া গেছে বরগুনা জেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক পরিচয়দানকারী অনিমেষের (৪০) বিরুদ্ধে।

সরেজমিন গিয়ে জানা গেছে, উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের বেহালা গ্রামের পাকা সড়কের ২ পার্শ্বে অবস্থিত বাড়ি-ঘরের পৃথক দুটি দরজাকে রাস্তা সংস্কার দেখিয়ে সাবেক এমপি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর থেকে ২০২৩-২৪ অর্থবছরে ১ লক্ষ টাকা বরাদ্দ নেয় অনিমেষ। রাস্তা না থাকলেও এমপির ধর্মীয় লোক এবং দলীয় লোক হওয়ায় পিআইও অফিসের যোগসাজশে বরাদ্দ নিয়ে ব্যাক্তিগত দরজায় নামমাত্র কাজ করিয়ে অর্থ লোপাট করেছেন বলে জানান ওই ইউপির বাসিন্দা এবং বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী শাহাবুদ্দিন মিয়া সহ একাধিক ব্যাক্তি।

এবিষয়ে অনিমেষের সাথে কথা বলতে গেলে তিনি নিজেকে যুবলীগের বরগুনা জেলার প্রবীণ নেতা দাবি করে বলেন আমি প্রস্তুতি নিয়ে সাক্ষাৎকার দিচ্ছি। পরক্ষনে মুঠোফোনে বলেন, ব্যাক্তিগত দরজা হলে কি মানুষ চলবে না? ব্যাক্তিগত একটি বাড়ির দরজায় ১ লাখ টাকা বরাদ্দ এবং কাজে অনিয়মের বিষয়ে প্রশ্ন করায় তিনি বলেন আপনাদের তো দরকার টাকার? নিউজ করার কিছু নাই আমি আপনার সাথে দেখা করব।

তালতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আল মাসুম বলেন, ওটায় কাজ হয়েছে। ব্যাক্তিগত দরজার কাজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি প্রকল্প বাস্তবায়নের পরে যোগদান করেছি। এটা আমি আশার পূর্বের অনুমোদিত।