ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৭:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন, বন্যা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, August 23, 2024 - 10:31 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 18 বার

রাঙ্গুনিয়া প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর দক্ষিণ জোনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একই দিনে উত্তর রাঙ্গুনিয়ায় বন্যা দুর্গত ৪০০ পরিবারের মাঝে ত্রান, স্বনির্ভর রাঙ্গুনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত একটি কালভার্ট সংস্কারে অর্থ ও উপজেলার সরফভাটা এবং শিলক ইউনিয়নে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে। শুক্রবার (২৩ আগষ্ট) সকালে উপজেলার শিলকের একটি কমিউনিটি সেন্টারে কর্মী সম্মেলনে অংশ নেন দক্ষিণ জোনের সরফভাটা, কোলাদা ও শিলক ইউনিয়ন। সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা শাখার আমির মাওলানা হাসান মুরাদ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার শূরা ও কর্মপরিষদ সদস্য জেলা প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আব্দুল কুদ্দুস।দারসুল কোরআন পেশ করেন উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শওকত হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা সেক্রেটারি মাষ্টার কামাল উদ্দিন।

উপজেলা জামায়াতে ইসলামীর মিডিয়া ও প্রচার সম্পাদক রাশেদুল আলম ও শিলক ইউনিয়ন সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহম্মদ, জামায়াতের মাষ্টার আবুল কাশেম, হামিদ হক, ডাক্তার কুতুবউদ্দিন, শিবিরের তালিম উদ্দিন, মঈনুদ্দিন মেসবাহুল, সাইফুল ইসলাম প্রমুখ।