রাঙ্গুনিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন
রাঙ্গুনিয়া:চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মরিয়মনগর ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন ও কমিটি গঠন বুধবার(২৮ আগষ্ট) সম্পন্ন হয়েছে। সম্মেলনে মিজানুর রহমান রাজুকে সভাপতি ও মুহাম্মদ একরাম হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার আবু তালেব। প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গুনিয়া শাখার উপদেষ্টা মাওলানা শওকত হোসেন।
মিজানুর রহমান রাজু’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাশেদুল আলম, মরিয়ম ইউনিয়ন শাখার উপদেষ্টা মাষ্টার হোসাইন উদ্দিন , সাবেক সভাপতি মাওলানা আলমগীর হোসেন, শ্রমিক নেতা মুহাম্মদ ওমর ফারুকসহ উপজেলা শ্রমিক কল্যাণ টিমের সদস্যবৃন্দ।