ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৭:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বন্যার্তদের সাহায্যের জন্য অর্থ উত্তোলনের নামে বিদ্যালয়ে ডিজে গানে নৃত্য

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 1, 2024 - 2:56 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 19 বার

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি :লালমনিরহাটের হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বন্যার্তদের সাহায্যের জন্য অর্থ উত্তোলনের নামে সাংস্কৃতিক অনুষ্ঠানে ডিজে গান বাজিয়ে নৃত্য অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল দশটা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত বানভাসিদের আর্থিক সাহায্যের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে ডিজে গান বাজিয়ে নৃত্য পরিবেশন করে অর্থ কালেকশন করা হয়েছে। ডিজে গানে নৃত্যের সাথে বানভাসিদের আর্থিক সাহায্যের জন্য অর্থ কালেকশন করায় সোশ্যাল মিডিয়ায় আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। এতে অত্র বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীরাও নানান প্রশ্ন তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন।
হাতীবান্ধা উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষক আ: রাজ্জাক রুবেল বলেন, হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বন্যার্তদের সাহায্যের জন্য অর্থ উত্তোলনের নামে যে নৃত্য আর ডিজে গান বাজানো হয়েছে এটা আমরা কখনো আশা করিনি। আমি আশা করছি ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন কর্তৃপক্ষ।
এ বিষয়ে হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবহানকে একাধিকবার তার মোবাইল ফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি। (গত ২৯.০৮.২০২৪ তারিখের সংশোধিত সংবাদ)।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন,সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে আমার জানা নেই, আপনার কাছেই প্রথম শুনলাম।