ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৭:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের হামলায় মা-মেয়েসহ ৩জন আহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, September 5, 2024 - 5:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 16 বার

রাঙ্গুনিয়া প্রতিবেদক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পড়ায় টেবিলকে কেন্দ্র করে প্রতিপক্ষ চাচাতো ভাইদের হামলার শিকার হয়েছেন মা ডেজি আক্তার(৩৫) ও তার দুই মেয়ে ববি আক্তার(১৮) ও প্রমি আক্তার(১৩)। এদিকে হামলার পাল্টা অভিযোগ করেছেন বিবাদীরা। তাদের অভিযোগে মৃত রফিকুল ইসলামের স্ত্রী সেগুফা বেগম(৪৫), তার দুই ছেলে রাকিব হোসেন (২০) ও সাকিব হোসেন(১৮) বাদীদের হামলায় আহত হয়েছে বলে জানা যায়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার লালানগর ২নং ওয়ার্ড মোহাম্মদ আলী সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় দুটি পাল্টা অভিযোগ করা হয়েছে।

ডেজি আক্তার ও তার অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীরা সম্পর্কে তাদের জা এর ছেলে ও জা হয়। একই ঘরে তারা বসবাস করেন। বাদী ডেজি আক্তারের মেয়ে ববি আক্তার এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। প্রতিদিনের ন্যায় গত ১৩ জুলাই রাতে ঘরের সামনের রুমটিতে সে পড়তে বসে। এসময় রাকিবের সাথে ববির কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে রাকিব চাচাতো বোন ববিকে তার পড়ার টেবিল থেকে উঠিয়ে সেখানে একটা খাট বসিয়ে দেয়। এসময় ববি খাটের উপর দিয়ে বই আনতে গেলে বিবাদীরা তাকে এলোপাতাড়ি মারধর করে। মেয়ের চিৎকার শুনে মা ডেজি আক্তার এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এদিকে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে আবারো ববি ও তার ছোট বোন প্রমি সামনের রুমে পড়তে বসে। এসময় রাকিব ও সাকিব মাতাল অবস্থায় এসে তাদের দেশীয় অস্ত্র দিয়ে মাথা ও হাতে জখম করে। তাদের উদ্ধার করতে মা ডেজি আক্তার এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এদিকে মারধরের ঘটনা অস্বীকার করেন রাকিব। তিনি জানান, জুলাইয়ের ঘটনায় পুলিশ এসে সামনের রুমের দুজনের খাট তুলে দেন। ঘরের ভিতরের অংশ ভাগ হলেও সামনের রুম ভাগ হয়নি। ববিদের বাড়িতে মেহমান আসবে বলে তারা সামনের রুমে আবার খাট বসায়। কিন্তু সেটা তারা আর সরাতে চাচ্ছেনা। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা আমাদের উপর দেশীয় অস্ত্র দা নিয়ে আঘাত করেন। এতে আমরা কয়েকজন আহত হয়।

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, থানায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।