ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৬:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কনসার্টের মাধ্যমে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করে ইউএনও’র হাতে তুলে দিলেন শিশু কিশোররা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, September 5, 2024 - 5:25 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 27 বার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বন্যার্তদের সহায়তায় জন্য শিশু কিশোরদের উদ্যোগে আয়োজিত ওপেন কনসার্টের সংগ্রহকৃত অর্থ হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ আল কামাহ তমাল এর হাতে সহায়তার ২০ হাজার ৪০০টাকা তুলে দেন কনসার্টের আয়োজক শিশু-কিশোররা।

দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সারাদেশের মানুষ যে যার মত এগিয়ে এসেছে। বন্যার্তদের জন্য কিছু করতে হবে এই মানসিকতা থেকেই কনসার্টের বিষয়টি মাথায় আসে। সহায়তার উদ্দেশ্যে কনসার্ট করে বিনা পারিশ্রমিকে শ্রম ও সময় দেয়শিল্পিরাসহ সকলে। বিনা পারিশ্রমিকে সাউন্ড সিস্টেম সরবরাহ করেন সাজ্জাদ সাউন্ড সিস্টেম।

কনসার্টের অর্থ জমা দিতে আসা স্নেহা গুপ্তা , রিয়া গুপ্তা, গোপাল গুপ্ত, স্মরণ সাহা, সাজ্জাদ হোসেন, সোহাগ জানান, আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব হয়েছে আমরা বন্যার্তদের জন্য করেছি। বাংলাদেশের প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসলে যে কোন দূর্যোগকে জয় করা সম্ভব।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত শিশু কিশোরদের উদ্যোগে বন্যার্তদের সহায়তায় উপজেলার সুজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে ওপেন কনসার্ট অনুষ্ঠিত হয়। সেখানে অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বন্যার্তদের সহায়তায় বক্স নিয়ে দর্শকদের কাছে সাহায্য চায় আয়োজকরা। দর্শকরা যে যার মত সাহায্যও করেন। সেই অর্থ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বন্যার্তদের জন্য সরকারের কোষাগারে জমা দিয়েছেন শিশু কিশোররা।