ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জামায়াতে ইসলামীর উদ্যোগে সোনাইমুড়ী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও উপহার সামগ্রী বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, September 5, 2024 - 9:49 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 17 বার

আবু বকর ছিদ্দিক, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সোনাইমুড়ী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও উপহার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জামাতে ইসলামী।
বৃহস্পতিবার(৫ সেপ্টেম্বর) দুপুরে সোনাইমুড়ী প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সাথে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

সোনাইমুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদের সঞ্চালনায় সভাপতি বেলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা জামায়াতের আমীর ও ৩ নং চাষির হাট ইউনিয়নের চেয়ারম্যান হানিফ মোল্লা। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর রহিম উল্লাহ বিএসসি, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বাকের,সোনাইমুড়ী পৌরসভার সাবেক কাউন্সিলর ও সোনাইমুড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি ডাঃ সামছুল আরেফিন জাফর, ছাত্রশিবিরের সোনাইমুড়ী শহর সভাপতি মুশফিকুজ্জামান তামিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জামায়াতে ইসলামী অপপ্রচারের শিকার।দীর্ঘ সময় ধরে জামায়াতের ভাল কাজগুলোকে প্রচার না করে বিভ্রান্তিমূলক হিংসাত্মক তথ্য ছড়িয়েছে।তিনি ভবিষ্যতে যাচাই-বাছাই করে সঠিক সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদেরকে অনুরোধ করেন।