কেরানীগঞ্জে গ্রাহকদের কোটি কোটি টাকা নিয়ে উধাও সমিতি, গ্রাহকের মানববন্ধন
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে ১৫ হাজার গ্রাহকদের জমানো শত কোটি টাকা নিয়ে পালিয়েছে নীলিমা বহুমুখী সমবায় সমিতি নামে একটি প্রতিষ্ঠানের মালিক মোমিন। আজ শনিবার সকাল ১০ টায় কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বর ও নীলিমা সমবায় সমিতির বন্ধ
কার্যালয়ের সামনে শত শত গ্রাহক বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
নীলিমা সমবায় সমিতির গ্রাহকরা জানান, গত ২০২১ সালে দিকে বেশিভাগ গ্রাহকের টাকার জমানোর মেয়াদ শেষ হওয়ায় অনেক গ্রাহক পাওনা টাকা নিতে এসে কার্যালয় বন্ধ দেখেন। খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার গ্রাহক এসে কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। কিন্তু সেই সময় মোমিন ঘুষ দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বার দিয়ে হামলা চালিয়ে গ্রাহকদের সরিয়ে দেয়। মোমিন আওয়ামিলীগের ক্ষমতা দেখিয়ে আমাদের সব গ্রাহকদের হুমকি প্রদান করে। তখন আন্দোলন করেছি কিন্তু মোমিন আওয়ামিলীগ ক্ষমতা দেখিয়ে রক্ষা পেরেছে।বর্তমানে দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশে আমরা চাই মোমিন কে ধরে এনে আমাদের কোটি কোটি টাকা ফিরিয়ে দেওয়া হউক। আমরা আবারও আন্দোলন নেমেছি।কারন নতুন সরকার যাতে এই ঘটনা সুস্ঠ সমাধান করে দেয়।
স্থানীয়রা জানান,কদমতলী খালপাড় এলাকার স্থায়ী বাসিন্দা মরহুম নুরু মিয়ার ছেলে মো. মোমিন তার তৃতীয় তলা বাড়ির নিচতলার একটি কক্ষে নীলিমা বহুমুখী সমবায় সমিতি নামে প্রতিষ্ঠান খুলে মাসিক ৬০০ টাকা করে সঞ্চয় করলে ২ বছর শেষে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে হাজার হাজার গ্রাহকের কাছ থেকে শত কোটি টাকা সংগ্রহ করেন। সেই টাকা আত্মসাৎ করে কার্যালয়ে তালা দিয়ে পলাতক রয়েছেন
প্রতারক মোমিন।
স্থানীয় রিকশা চালক আতাউর বলেন, এই সমিতিতে আমার ২টি অ্যাকাউন্ট রয়েছে। সারা দিন রিকশা চালিয়ে যে টাকা আয় , খেয়ে না খেয়ে তার একটা অংশ এখানে জমা করেছি। আমার কষ্টের টাকা নিয়ে এরা পালিয়েছে।
ফাতেমা নামে এক নারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, গার্মেন্টসে কাজ করে এখানে টাকা জমিয়েছি। প্রায় ১ লাখ টাকা আমার পাওনা। আগের সরকার থাকতে কোন বিচার পাইনি।নতুন সরকার ক্ষমতা এসেছে তাই আবার আন্দোলন নেমেছি যাতে আমাদের টাকার সঠিক সমাধান হয়।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে শুনলাম, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।