কেন্দ্রীয় ত্রাণ তহবিলে খানসামা- চিরিরবন্দর বিএনপির নগদ অর্থ সহায়তা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত জন্যে জন্য দিনাজপুর-৪ আসন (খানসামা -চিরিরবন্দর) বিএনপির সংগঠনের পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে নগত অর্থ প্রদান করা হয়েছে।
৪ সেপ্টেম্বর বুধবার নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দিনাজপুর -৪ আসনের সাবেক এমপি আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়ার নেতৃত্বে বন্যার্তদের জন্য বিএনপি’র কেন্দ্রীয় ত্রান তহবিলে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ডাঃ জাহিদ হোসেন হাতে নগদ ৮,৫০,০০০/- (আট লক্ষ পঞ্চাশ হাজার) টাকা প্রদান করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি অর্থনৈতিক সম্পাদক ও খানসামা উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন, চিরিরবন্দর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মোঃ নূর এ আলম সিদ্দিকী নয়ন সহ খানসামা- চিরিরবন্দর বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।