ঢাকা | ডিসেম্বর ২৯, ২০২৪ - ৭:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় জামায়াতে ইসলামী পেশাজীবিদের সম্মানে প্রীতি সম্মেলন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, September 7, 2024 - 5:57 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 19 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা শাখার পেশাজীবিদের সম্মানে প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার আমীর হাসান মুরাদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান। স্বাগত বক্তব্য রাখেন প্রীতি সম্মেলনের আহবায়ক ইব্রাহীম আশরাফ।

উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শওকত হোসেন’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলার সাবেক আমির অধ্যক্ষ আমীরুজ্জামান, চট্টগ্রাম উত্তর জেলার আমীর অধ্যাপক মোহাম্মদ নুরুল আমিন চৌধুরী, এসিস্ট্যান্ট সেক্রেটারি ফজলুল করিম, চট্টগ্রাম ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মিয়া মোহাম্মদ হোসাইন শরীফ, ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান কাজী ইরফানুল হক,

চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের প্রশিক্ষন সম্পাদক ইলিয়াস কোম্পানী, রাঙ্গুনিয়া উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, জসিম উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ ইউসুফ, চিকিৎসক আশরাফ হোসাইন, বিশিষ্ট ব্যাংকার মো. মুহিবুল্লাহ, গিয়াস উদ্দিন চৌধুরী, মাওলানা শাহ আলম, সরওয়ার হোসেন, মহিউদ্দিন বাবু প্রমুখ।