ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ১২:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শেখ হাসিনা দলের লোকদের এতিম করে বোনকে নিয়ে পালিয়েছে-ব্যারিস্টার খোকন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 8, 2024 - 3:18 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 43 বার

আবু বকর ছিদ্দিক নোয়াখালী থেকেঃ শেখ হাসিনা দলের লোকদের এতিম করে বোনকে নিয়ে পালিয়েছেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও পালিয়ে গেছে, এতে করে দলের নেতাকর্মীরা এতিম হয়ে পড়ে। এই এতিমদের ওপর কোন হামলা করা যাবে না ৷ তবে তাদের শাসনামলের ১৫ বছরে ক্ষতিগ্রস্তরা হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিন।

রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার ৫ নং ওয়ার্ডে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী  বিতরণের সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এসব কথা বলেন।

 

শেখ হাসিনা ছাত্রদের আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়ার পর বন্যায় নোয়াখালী, ফেনী ও লক্ষীপুরে হঠাৎ বেড়ে যাওয়া পানি ভারতের কিনা সেটা তদন্তের জন্য সরকারের কাছে দাবী জানান তিনি।

 

ব্যারিস্টার খোকন বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন তারেক রহমান নির্দেশ দিয়েছেন যেনো আওয়ামীগের কোনো নেতাকর্মী বিএনপিতে আসতে না পারে। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্বৃত্তের জায়গা বিএনপিতে হবেনা ৷  বিএনপির দুঃসময়ে যারা মাঠে ছিলেন, হামলা-মামলার শিকার হয়েছেন, তারাই বিএনপির নেতৃত্ব দিবেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনোয়ারুল হক কামাল, পৌরসভা বিএনপির সভাপতি মোতাহার হোসেন মানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দিদার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিন, পৌরসভা যুবদলের আহবায়ক তাজুল ইসলাম চৌধুরী সহ উপজেলা, পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।