ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ডিবির অভিযানে ৫ কেজি গাঁজাসহ আটক ৩

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, September 23, 2024 - 5:33 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 13 বার

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে আটক করা হয়।গোয়েন্দা সূত্রে জানা যায় আটককৃতরা হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার
বলরাম রবিদাস(২৪),আল ফিকাহ(৪২) তাপস তৈলি (১৯)।তাদের কে গতকাল (২২ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ০৮ ঘটিকার সময় এসআই মাহমুদুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের সুরমা ভ্যালি এলাকার কুঁড়ে ঘর ক্যাফে এন্ড রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে।

এসময় ঘটনাস্থলে আটককৃত ব্যক্তিদের হেফাজত থেকে ০৫ টি পলিথিনে মোড়ানো অবস্থায় ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এর পাশাপাশি মাদক চোরাচালানে ব্যবহৃত একটি রেজিষ্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, ‘আটককৃত তিনজনই হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকার বাসিন্দা। তারা চুনারুঘাটের ভারতীয় সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। এঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’