ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:৩০ অপরাহ্ন

চকরিয়ায় দায়িত্ব পালনকালে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 24, 2024 - 9:52 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 20 বার

ঢাকা : কক্সবাজারের চকরিয়ায় দায়িত্ব পালনকালে গুরুতর আহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, কক্সবাজার জেলার চকরিয়া থানায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনাকালে ডাকাত সদস্য কর্তৃক গুরুতর আহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) আজ ভোর আনুমানিক ৪:৫০টার দিকে চকরিয়ার খ্রিষ্টান মিশনারি (মেমোরিয়াল) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি মা, বাবা, ভাই-বোন সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।