ধামইরহাটে ইয়ুথ পিচ এম্বাসেডর গ্রুপ এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ইয়ুথ পিচ এম্বাসেডর গ্রুপুরের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় পিস ফ্যাসিলিটর গ্রুপ (পিএফজি) ধামইরহাটের আয়োজনে ধামইরহাট প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইয়ুথ গ্রুপের সমন্বয়ক মো. তোহান ইসলাম পল্লব।
সভায় বক্তব্য রাখেন, ধামইরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ওয়াসিম আরাফাত (ওভি), পৌর ছাত্রদলের আহবায়ক সাঈদ বিন জাবেদ, উপজেলা ছাত্র সমাজের সভাপতি মুক্তাদিরুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. ফয়সাল, সৈকত হোসেন, পিস ফ্যাসিলিটর গ্রুপ (পিএফজির) ফিল্ড কোঅর্ডিনেটর সুকমল মন্ডল, পিস ফ্যাসিলিটর গ্রুপ (পিএফজি’র) এরিয়া কো-অর্ডিনেটর মো: আব্দুল রউফ প্রমুখ।