ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:০৯ অপরাহ্ন

সেনা সদর দপ্তর থেকে বেগম খালেদা জিয়ার নামে চিঠি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, December 18, 2020 - 11:58 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 173 বার

ঢাকা : সেনাবাহিনীর সদর দপ্তর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পেনশন সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবনে সেনাবাহিনীর সদর দপ্তর থেকে এই চিঠি পৌঁছে দেওয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার গণমাধ্যমকে বলেন, ‘পেনশন সংক্রান্ত কাগজপত্র পাঠিয়েছে। অন্য কোনো বিষয় নয়।’

তিনি বলেন, খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমানের সহধর্মিণী। সে হিসেবে তিনি পেনশন ভোগ করে থাকেন। এ জন্য প্রায়ই সেনাবাহিনী থেকে কাগজপত্র আসে। এটাও তারই অংশ।

১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পেনশন পেয়ে আসছেন। তিনি যত দিন জীবিত থাকবেন তত দিন এটা পাবেন।

 

সূত্র : কালের কন্ঠ