ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ১০:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চট্টগ্রাম বিজনেস ইনফিনিটি’র মিলন মেলা ও বিজনেস কনফারেন্স

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 5, 2024 - 3:00 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি:ব্যবসায়ী সংগঠন ‘চট্টগ্রাম বিজনেস ইনফিনিটি’র গেট-টুগেদার ও বিজনেস কনফারেন্স২৪ শুক্রবার(৪ অক্টোবর) নগরীর সিআরবি তাসফিয়া গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের ৮৬ টি বানিজ্যিক প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিগন এতে অংশ গ্রহণ করেন। জোরারগঞ্জ উপশহর মাল্টিমিডিয়ার চেয়ারম্যান এম ছানা উল্লাহ নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম অধিবেশনে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, মহানগর ও উত্তর চট্টগ্রামের ব্যবসায়ীগন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখেন।

মো.এয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে সংগঠনের ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্যগন হলেন মো. এয়াকুব আলী, আয়াজ উদ্দিন, আবুল কাশেম, নুরুল আলম, আলা উদ্দিন, শাহিদুল আলম সানি ও সরোয়ার আলম। নির্বচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি এম ছানা উল্লাহ নিজামী, সহ-সভাপতি হাসান মুরাদ ও মহি উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ তসলিম উদ্দিন,

যুগ্ন-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহিব উল্লেখ্য, কোষাধ্যক্ষ আনোয়ারুল আলম ভুঁইয়া, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ কামরুল হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রাসেল, মিডিয়া ও আইন বিষয়ক সম্পাদক আবু বকর ছিদ্দিক, নির্বাহী সদস্য মো. কামাল উদ্দিন, এস. এম. মহিউদ্দিন, মো. ইকবাল হোসেন।

ছবির ক্যাপশনঃ চট্টগ্রাম বিজনেস ইনফিনিটি’র মিলন মেলা ও বিজনেস কনফারেন্সে নেতৃবৃন্দরা।
ইসমাঈল হোসেন, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
০৫-১০-২০২৪ইং, ০১৮৬৭২৯১০৩৩