ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:২৫ অপরাহ্ন

দিন দুপুরে বসতঘর ভাঙ্গার অভিযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 8, 2024 - 2:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

মল্লিক জামাল, স্টাফ রিপোর্টার:-বরগুনা জেলার তালতলী উপজেলা কড়ইবাড়িয়া বাজার সংলগ্ন দিন দুপুরে বসতঘর ভাঙ্গার অভিযোগ পাওয়া গেছে।

তালতলী উপজেলার কড়ইবেড়িয়া বাজার সংলগ্ন মোঃ শফিকুল ইসলাম এবং কাঞ্চন আলী হাওলাদারের নেতৃত্বে হাসান আলীর বসত ঘর ভাঙ্গার অভিযোগ উঠেছে। হাসান আলীর মা মনোয়ারা জানান আমি একজন স্বামী পরিত্যক্তা আমি দীর্ঘ ৬৫ থেকে ৭০ বছর যাবত আমার স্বামীর সংসার করে আসছি তার মধ্য এরকম সন্ত্রাস প্রকৃতির লোক দেখি নাই। গত ০৭/১০/২৪ দশ রোজ সোমবার শফিকুল ইসলাম এবং কাঞ্চন আলীর নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন আগত লোক নিয়া আমার বসত ঘর ভাঙিয়া ফালায় এবং জোরপূর্বক করে আমার ঘরের মেঝের উপরে তারা নতুন করে ঘর তুলে আমার বাড়ির কলাগাছ আম গাছ আরো বিভিন্ন ধরনের ফল-ফলাদির গাছ কাটিয়া বিনষ্ট করে এবং আমাকে প্রাণ নাসের হুমকি দেয়। আমারি কাটা পুকুরে ১ লক্ষ ৫০ হাজার টাকার মাছ ধরিয়ে নিয়ে যায়। তার মায়ের বক্তব্য যে গত ০৪/১০/২০২৪ তারিখে আমার ঘর থেকে স্বর্ণ লঙ্কার এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়। মোকাম বরগুনা বিজ্ঞ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার ট্রাইব্যুনাল মামলা চলমান আছে।

এ বিষয়ে ৩নং করোইবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইব্রাহিম শিকদার পনু বলেন যে আমার কাছে কোন অভিযোগ আসেনি তাই এ বিষয়ে আমি কিছু বলতে পারি না।