ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

দাওয়াত খেতে গিয়ে ফিরল লাশ হয়ে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, October 11, 2024 - 3:31 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

ইসমাঈল হোসেন, রাঙ্গুনিয়া প্রতিনিধি:আত্নীয়ের বাসায় দাওয়াত খেতে গিয়ে সৈয়দ মোহাম্মদ তারেকুল ইসলাম(২৮) নামে এক যুবক ফিরে এল লাশ হয়ে। বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাতে দাওয়াত খেতে যাওয়ার পথে ফটিকছড়ি কাটিরহাট এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনার প্রাণ গেল এই যুবকের। নিহত যুবকের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার লালানগর বেরীবাদ এলাকায়। সে ওই এলাকার সৈয়দ আনোয়ার হোসেন’র ছেলে। এ ঘটনায় মো. সাইফুল ইসলাম নামে আরো এক যুবক আহত হয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা যায়, সৈয়দ তারেকুল ইসলাম নামে এ যুবক এক বছর আগে একই উপজেলার বগাবিলি থেকে বিয়ে করেছেন। তার স্ত্রী’র ভাইসহ দুজনে ফটিকছড়ি হেয়াকো এলাকায় যাচ্ছিলেন এক আত্মীয়ের বাড়ির দাওয়াতে। যাওয়ার পথে কাটিরহাট এলাকায় পৌঁছালে তাদের সাথে থাকা মোটরসাইকেলের সাথে একটি হাইসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পরে দুজনে গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটায় সৈয়দ তারেকের মৃত্যু হয়। এদিকে মর্মান্তিক এ ঘটনায় এলাকা জুড়ে চলছে শোকের মাতম।