ঢাকা | এপ্রিল ২৬, ২০২৫ - ১:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

আজ মহা অষ্টমী ফরিদপুরে চলছে অঞ্জলি ও কুমারী পুজা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, October 11, 2024 - 9:35 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 105 বার

মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুর প্রতিনিধি : যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ফরিদপুরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার ফরিদপুরের বিভিন্ন মন্দিরে মন্দিরে দুর্গা পূজার তৃতীয় দিনে মহা অষ্টমী পূজা ও কুমারী পূজা অনুষ্ঠিত হবে।

ফরিদপুর রামকৃষ্ণ মিশনে মালিনী রূপে যে কুমারী দুর্গা মা হিসেবে পূজিত হন তার নাম অনুরূপা চক্রবর্তী। সে শহরের আলীপুর নিবাসী অমিত চক্রবর্তী ও অন্যন্যা ভাদুড়ী দম্পতির মেয়ে। মেধার বয়স সাত বছর। সে কেজি শ্রেণীর ছাত্রী। এই অষ্টমী পূজায় বহু নারী ও পুরুষ ভক্ত পূজায় উপস্থিত ছিলেন।

এছাড়া সকালে জেলার নয় উপজেলার ৭২৭টি মন্ডপে মহাঅষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন মন্ডপে উপোস থেকে ভক্তরা দুর্গা মায়ের চরণে পুস্পাঞ্জলি দিয়েছে।

সকাল থেকেই বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুসহ ভক্ত দর্শনার্থীরা নতুন পোশাক পড়ে পূজা মন্ডপে ভিড় করেন। এ সময় পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও ঢাকের বাজনা এবং শঙ্খধ্বনিতে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

Proudly Designed by: Softs Cloud