ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৪:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট ও কসমো ভ্যালীর শিক্ষা সামগ্রী বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, October 11, 2024 - 9:36 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 16 বার
চট্টগ্রাম: আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ ঘোষিত অক্টোবর সেবা মাস উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট ও লায়ন্স ক্লাব অব চিটাগাং কসমো ভ্যালী যৌথভাবে শুক্রবার, ১১ অক্টোবর চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ নগরফুল হলিডে স্কুল এর শিক্ষার্থীসহ নগরীর সাতটি পয়েন্টে সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী ও টিফিন বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন পিডিজি লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারী লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, ডিজি টিম এসাইনমেন্ট লায়ন পারভিন মাহমুদ এফসিএ, আর সি হেডকোয়াটার লায়ন মোঃ খোরশেদ আলম, জোন চেয়ারপার্সন লায়ন কাজী মাহাবুবুল আলম, কর্ণফুলী এলিট প্রসিডেন্ট লায়ন মো. মেজবাহ উদ্দিন, আইপিপি লায়ন নাজমুল হুদা এমজেএফ, ট্রেজারার লায়ন মো শহিদুল ইসলাম শহীদ, কসমো ভ্যালী প্রেসিডেন্ট লায়ন এ এস এম সাজ্জাদুল ইসলাম চৌধুরী, লায়ন সেক্রেটারি মো. নিজাম উদ্দিন, লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও দীপ্ত দে, লিও হোসেন মোহাম্মদ ইমরান, লিও আজমাইন সাদমান, লিও  ইকলাস উদ্দীন আকিল, লিও সাইফুন্নেসা খানম তাজরিন, লিও ফাতিন মানসিব, লিও অক্ষয় কুমার ধর প্রমূখ।