ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:৩৫ অপরাহ্ন

মান্দায় বিএনপি নেতার মন্দির পরিদর্শন ও মতবিনিময়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 12, 2024 - 3:14 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার
নওগাঁ প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন দূর্গা মন্দির পরিদর্শন, মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক একে এম নাজমুল হক নাজু।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ৯ নং তেঁতুলিয়া ইউনিয়নের বিভিন্ন দূর্গা মন্দির পরিদর্শন শেষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগীতা প্রদান করেন। এসময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করেন তিনি ।
মন্দির পরিদর্শনে ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আজহার আলী, যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক সানোয়ার হোসেন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোহাম্মদ আলী, ইউনিয়ন ছাত্রদল সভাপতি হান্নান হোসেন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি তুষার, যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৯নং তেঁতুলিয়া ইউনিয়নের ১৮ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।