কবিতা “চোখ বন্ধ”
আব্দুস সাত্তার সুমন
চোখ বাঁধলে যায় না দেখা
বন্ধ চোখের পাতা,
স্বপ্ন যেন কালো আঁধার
শূন্য তাহার খাতা।
কত কথা বলতে চায় সে
মনের যত জ্বালা!
বদ্ধ চোখে শব্দ শুনে
মুখে বড় তালা।
অনুভূতি বয়ে বেড়ায়
বলে না যে কথা!
পরে থাকে সবই তারই
ঘুমের ঘরে তথা।
সবার নাকি হবে এটা
শেষ বিদায়ের তরে!
রঙিন দুয়ার বন্ধ হলে
দেহ নাহি নড়ে।
রঙিন দেশে স্বল্প সময়
কানামাছির খেলা,
সর্বোপরি চড়তে হবে
এমন একটি ভেলা।