যা,যা পদক্ষেপ নেওয়া হবে তা আপনারা দেখতে পারবেন বললেন, প্রধান বিচারপতি
মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার কুমুদিনী হাসপাতাল ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রণদা নাট মন্দির পরিদর্শনে এসে তিনি এমন মন্তব্য করেন।
শনিবার (১২ অক্টোবর) সন্ধার সময় কুমুদিনী হাসপাতালে পৌছালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকার পরিবর্তন পরিস্থিতির কারণে অনেক চিহ্নিত সন্ত্রাসী জামিনে ছাড়া পাওয়া প্রসঙ্গে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, যা যা পদক্ষেপ নেওয়া হবে তা আপনারা দেখতে পারবেন এবং বিচার বিভাগ সম্পর্কে জানতে চাইলে তিনি এখন এ বিষয়ে কোন মন্তব্য করবেন না বলে জানান।
তিনি আরো বলেন, কুমুদিনী পরিবারের সাথে আমাদের অনেক পূরোনো সম্পর্ক। এখন উৎসবে যাওয়ার সময়। তাদের সাথে সামিল হতে পারাই আমাদের সৌভাগ্য। এরপর রণদা সৃতি যাদু ঘরে চা চক্র শেষে কুমুদিনী হাসপাতাল পরিদর্শন, ভারতেশ্বরী হোমস পরিদর্শন ও রণদা নাট মন্দিরে পূজা ও আরতি নাচ উপভোগ করেন ও দর্শনার্থীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এর আগে বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে তাকে ফুঁলের তোরা দিয়ে স্বাগত জানানো হয় এবং কুমুদিনীর শাপলা চত্বরে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। তার সফর সঙ্গী হিসেবে ছিলেন, অনারারী কনসাল অফ ইস্টোনিয়া জনাব সৈয়দ ফরহাদ আহমেদ ও তার সহধর্মিণী, বিচারপতির একান্ত সচিব শরীফুল আলম ভূঁইয়া, স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসাইন ও গানম্যান মোঃ ফারুক হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র জেলা দায়রা জজ মোহাম্মদ নাজিমুদ্দৌলা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার খান, টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম ও সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।