ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় হেফাজতে ইসলামের সম্মেলন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, October 16, 2024 - 2:55 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলায় হেফাজতে ইসলামের সম্মেলন বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার জান মুহাম্মদ পাড়া জামিয়া দারুল উলূম ইসলামিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মাওলানা মুফতি আব্দুল কাদেরকে সভাপতি ও মাওলানা ক্বারী মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি আল্লামা মুফতি সা’আাদাত হুসাইন। প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
মাওলানা আব্দুল খালেক’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলামের নায়েবে আমীর আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী, নায়েবে আমীর আল্লামা আবু তাহের নদভী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কোদালা আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুল কাদের প্রমুখ।