ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১১:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বিচারকের দিকে জুতা নিক্ষেপ, পঞ্চগড়ে নারীর দুই মাসের কারাদণ্ড

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, November 8, 2024 - 10:52 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 58 বার

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের দিকে জুতা নিক্ষেপের অভিযোগে মোছা. মিনারা আক্তার নামে এক নারীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান এ রায় প্রদান করেন। আদালতের বেঞ্চ সহকারী শাহাদুদ জামান সুমন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

রায় ঘোষণার পর আদালতের হাজত খানায় ওই নারী আসামিকে তার চার বছরের সন্তানসহ দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাখা হয়। পরিবারের কেউ উপস্থিত না থাকায় আইনজীবীর সহকারী তাকে জোরপূর্বক হাজতে নিয়ে যান, এ সময় আদালত প্রাঙ্গণে কান্নাকাটি এবং ছোটাছুটির দৃশ্য দেখা যায়।

মিনারা আক্তার সদর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার মৃত ইয়াকুব আলীর মেয়ে। জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে তার বাবার মৃত্যুর পর আদালতে হত্যা মামলা দায়ের করেন মিনারা। মামলা শুনানিতে বিচারক জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি এজলাসে জুতা নিক্ষেপ করেন, যা আদালত অবমাননা হিসেবে গণ্য হয়।

আদালতে শৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব আরও একবার আলোচিত হলো। বিচার প্রক্রিয়ায় ধৈর্য ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধাশীল থাকাই প্রত্যেক নাগরিকের কর্তব্য।