ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৮:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, November 8, 2024 - 3:32 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

মোঃ লায়ন ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :  দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে একটি বিশাল র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও পতাকা সহ মিছিল নিয়ে উপজেলার পাকেরহাট উন্মুক্ত মঞ্চে জড়ো হন। এরপর বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি শেষ হয়।

খানসামা উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া৷ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন।

খানসামা উপজেলা বিএনপির সদস্য শফিকুল আলমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোসলেম উদ্দিন সরকার, সদস্য সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত হোসেন লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমান ও সদস্য সচিব ওবায়দুর রহমান মুন্সি, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক লোকমান হোসেন, কৃষক দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুবেল ইসলাম প্রমুখ।