কবিতা “বাঁকা পথ” আব্দুস সাত্তার সুমন
বাঁকা পথ
আব্দুস সাত্তার সুমন
একে বেকে চলে গেছে
হিজল নদীর তীরে,
বাঁকা পথে চলতে হবে
হাঁটতে হবে ধীরে।
খালি পায়ে মেঠো পথে
হাঁটছে যেন ভবে,
কিশোর বুড়ো আপন মতে
হেঁটে চলে তবে।
বাঁকা পথ শেষ হয়েছে
স্বপ্ন নদীর বাঁকে,
দুই ধারেতে ধানের খেতে
পাখি উড়ে ঝাকে।
গরুর গাড়ি থেমে থেমে
চলে কিছু ক্ষণে,
রাস্তা এখন চলে গেছে
সবুজ ঘেরা বনে।
বাঁকা পথে সোজা চলে
যাচ্ছে সবাই বাড়ি,
বয়ে চলার সময় যেন
বাঁধন ছেড়া নাড়ি।