ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:৪১ অপরাহ্ন

সরকারী নির্দেশের উপেক্ষা করায় হিমালয় কোল্ড স্টোরেজে ইউএনও পবার’র অভিযান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, November 9, 2024 - 10:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

জিয়াউল কবীর: বাজার কার্যক্রমে সরকারি নির্দেশ উপেক্ষা করায় রাজশাহীর পবা উপজেলার বিভিন্ন বে-সরকারি কোল্ডস্টোরে অভিযান পরিচালনা করেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সোহরাব হোসেন। হিমালয় কোল্ডস্টোরে স্টক রেজিস্ট্রার সঠিকভাবে সংরক্ষণ না করায় তিনি পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটি প্রতি সপ্তাহে আলুর দাম বৃদ্ধির সাথে কোন সিন্ডিকেট জড়িত আছে কি না, তা খতিয়ে দেখার লক্ষ্যে আলুর বৃহদাকার সংরক্ষণকারীদের তালিকা, বর্তমান মজুতের পরিমাণ, মজুদকাল প্রভৃতি তথ্যবিবরণী পর্যবেক্ষনের অংশ হিসেবে শুক্রবার এ অভিযান পরিচালিত হয়। অভিযোগ মতে হিমালয় কোল্ডস্টোরে স্টক রেজিস্ট্রার সঠিকভাবে সংরক্ষণ হচ্ছে না এর সত্যতা পাওয়ায় ইউএনও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সভাপতি মো. সোহরাব হোসেন সাংবাদিকদের জানান, সরকার সারা দেশে কোল্ডস্টোরের আলু মূল্য নির্ধারণ করে দিয়েছে। এই লক্ষ্যে বাস্তবায়নে বাজার দর নিয়ন্ত্রণ ও মজুদদারি ঠেকাতে স্টক রেজিস্ট্রার সঠিকভাবে আপডেট রাখবার কোন বিকল্প নেই। আলুর দাম বৃদ্ধিতে কোন সিন্ডিকেট জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে উপজেলার বিভিন্ন কোল্ডস্টোরে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।

হিমালয় কোল্ডস্টোরে স্টক রেজিস্ট্রার সঠিকভাবে সংরক্ষণ না করায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে আলু সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল করে তুলছে এমন সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।