ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৪:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাট ইউনিয়ন জামায়াতের বিশাল সম্মেলন অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, November 9, 2024 - 10:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 80 বার
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী  ১নং ধামইরহাট ইউনিয়ন শাখার বিশাল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর বিকেল সাড়ে ৪ টায় জগদল আদিবাসী স্কুল ও কলেজ মাঠে ধামইরহাট ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোঃ ইউনুছার রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত মনোনীত নওগাঁ- ২ আসনের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক।
জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি ওমর ফারুকের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, এ কে এম ফজলুর রহমান, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মারুফ আহমেদ, ধামইরহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান জুয়েল, নায়েবে আমির মাওলানা মোঃ আতাউর রহমান, আব্দুল আজিজ, উপজেলা সেক্রেটারি রেজুয়ান হোসেন, নজিপুর পৌর জামায়াতের সেক্রেটারি আকতার ফারুকি, ধামইরহাট ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি আব্দুল কাহহার সিদ্দিকী প্রমুখ।
বক্তাগণ বলেন, পতিত সৈরাচার আওয়ামীলীগ সরকার জামায়াত বিএনপিকে ধ্বংস করতে গিয়ে তারা নিজেরাই ধ্বংস হয়ে গিয়েছে, বাংলার মাটিতে আওয়ামী লীগের কোন ঠাই নাই’।