ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নিয়োগে স্বজনপ্রীতি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকাবাসী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, November 10, 2024 - 10:09 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 73 বার

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বোদা ময়নাগুড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে কর্মচারি নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. আবু তৈয়বের বিরুদ্ধে। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী সম্প্রতি জেলা প্রশাসক বরাবর গণস্বাক্ষরসহ লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের কয়েকটি শূন্য পদে নিয়োগ দেওয়ার জন্য ২০১৯ সালের ২ জুলাই দৈনিক আজকাল পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অভিযোগ অনুযায়ী, সে সময়ের সভাপতি মো. আবু তৈয়ব ও প্রধান শিক্ষক চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ গ্রহণ করেন। তবে অর্থের ভাগাভাগি নিয়ে মতবিরোধ সৃষ্টি হওয়ায় প্রধান শিক্ষক সুকৌশলে নিয়োগ প্রক্রিয়া বাতিল করেন। পরবর্তীতে পরিচালনা কমিটিও বাতিল করে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা কামরুজ্জামান মামুনকে সভাপতি নিয়োগ দেওয়া হয়।

 

এরপর ২০২৩ সালে নতুন করে দৈনিক মানবজমিন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং কয়েকজনকে নিয়োগ দেওয়া হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের দ্বিতীয় ধাপের নিয়োগে প্রায় ৯০ লক্ষ টাকা লেনদেন হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রধান শিক্ষক ও সাবেক সভাপতির আত্মীয়স্বজন রয়েছেন বলেও দাবি করা হয়। এছাড়া ম্যানেজিং কমিটির সদস্য পদে অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি দিয়ে মো. আনারুল ইসলামের কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়া হলেও পরে তাকে কমিটিতে অন্তর্ভুক্ত না করে হুমকি দেওয়া হয়।

 

সাবেক সভাপতি কামরুজ্জামান মামুন অভিযোগের বিষয়ে জানান, তার বিরুদ্ধে অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে। প্রধান শিক্ষক শফিকুল ইসলামও দাবি করেন, তার শ্যালকের নিয়োগ বিধি মেনেই হয়েছে, আর্থিক লেনদেনের কোনো প্রশ্ন নেই।

 

এলাকাবাসীর তীব্র ক্ষোভের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক বরাবর দেওয়া অভিযোগ তদন্ত সাপেক্ষে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করছেন স্থানীয়রা।