গহরপুর মাদ্রাসায় সর্বস্তরের উলামায়ে কেরামের পরামর্শ সভা অনুষ্ঠিত
হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি : ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর মাদরাসায় বালাগঞ্জের সর্বস্তরের উলামায়ে কেরামের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘দেশ ও জাতির চলমান পরিস্থিতি ; উলামায়ে কেরামের করণীয়’ শীর্ষক এ পরামর্শ সভা আজ শনিবার (০৯ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। সভায় বালাগঞ্জ উপজেলার শত শত উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন।
সভায় বালাগঞ্জ সম্মিলিত উলামা পরিষদ গঠন করা হয়। গহরপুর মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দিন রাজুকে প্রধান উপদেষ্টা করে গঠিত কমিটিতে হাফিজ আজিজুর রহমানকে সভাপতি, মুফতি আনোয়ার হুসাইনকে সাধারণ সম্পাদক এবং মুফতী হুসাইন আহমদ মিসবাহকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।