ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১২:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ছাত্রলীগের অপরাধীদের গ্রেফতারের দাবিতে ছাত্রদলের প্রতিবাদ মিছিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, November 10, 2024 - 2:33 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 21 বার

স্নিগ্ধা খন্দকার পঞ্চগড় জেলা প্রতিনিধিঃগত ১৫ বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন এবং ছাত্র রাজনীতিকে কলুষিত করার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে পঞ্চগড় জেলা ছাত্রদল প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

রোববার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এই প্রতিবাদ মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচির মাধ্যমে দাবিগুলো উপস্থাপন করা হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, “সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী এবং ছাত্র রাজনীতিকে কলুষিত করা ছাত্রলীগের সঙ্গে জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার করতে হবে। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের দ্রুত বিচারের আওতায় আনা জরুরি।” বক্তারা আরও জানান, ছাত্রদের অধিকার আদায়ের লক্ষ্যে ছাত্রদল সবসময় মাঠে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

এই প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, এবং পৌরসভা ও উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা।পঞ্চগড়ে শিক্ষার্থীদের ওপর নির্যাতনের প্রতিবাদ জানাতে, ছাত্রদল অবস্থান কর্মসূচি ও মিছিলের আয়োজন করে, অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানায়।