ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৪:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

স্বচ্ছতা নিয়ে কাজ করার আহ্বান জানালেন বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, November 11, 2024 - 2:47 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 14 বার

ঢাকা : ‘পাটের অতীত ঐতিহ্য ও ইতিহাস আছে। এর সম্ভাবনার কোন ঘাটতি নেই। পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। দেশ উপকৃত হলে আমরা সবাই উপকৃত হবো। পাটের ঐতিহ্য পুনর্জাগরণে এবং দেশের স্বার্থে সবাইকে স্বচ্ছতা ও সততা নিয়ে কাজ করতে হবে। ‘

আজ সোমবার (১১ নভেম্বর) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন একথা বলেন।

সভার সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফ তার সংক্ষিপ্ত বক্তব্যে উপদেষ্টার নেতৃত্ব ও নির্দেশনায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভার শুরুতে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম ও প্রতিবন্ধকতা নিয়ে সংক্ষিপ্ত উপস্থাপনা করেন অতি. সচিব এএনএম মঈনুল ইসলাম। এসময় অতিরিক্ত সচিব তসলিমা কানিজ নাহিদা,অতি. সচিব সুব্রত শিকদার, অতি.সচিব আরিফুর রহমান খান, যুগ্মসচিব রায়না আহমদ,উপসচিববৃন্দসহ ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে শপথ নেন শেখ বশিরউদ্দীন। পরে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ে উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। আজ উপদেষ্টা বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের তাঁর প্রথম কার্যদিবসে পরিচিতি ও মতবিনিময় সভা করেন।