রাঙ্গুনিয়ায় মরিয়মনগরে বালুর মহাল বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
রাঙ্গুনিয়া প্রতিনিধিঃরাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নে দক্ষিণ রশিদীয়া পাড়ায় বালুর মহালের ইজারা বন্ধ ও বালু উত্তোলন বন্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে সহস্রাধিক এলাকাবাসীর উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন মরিয়মনগর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক, নুরুল আবচার, এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন আহমদ কবির, গাজী নাঈম, টুনু, শফুর সওদাগর, মোহাম্মদ হোসেন, মো. ইলিয়াস, মো. কুতুব, মো. শহীদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘ ৫/৬বছর যাবত এ এলাকা থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এখানে একটি কমিউনিটি ক্লিনিক, একটি প্রাইমারি স্কুল, খেলার মাঠ, শতাধিক মানুষের জমি রয়েছে। ইতিমধ্যে অনেক অংশে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এভাবে বালু উত্তোলন ও বালুর মহাল থেকে বালু সরিয়ে নিলে এসব সরকারি ও ব্যক্তিগত সম্পদ বিলীন হয়ে যাবে। মানববন্ধন থেকে ইউএনও বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলে জানান এলাকাবাসী।