ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পটুয়াখালী সাপুড়িয়ার কাছ থেকে দাঁড়াশ ও পদ্ম গোখরা সাপ উদ্ধার।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, November 12, 2024 - 3:36 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

মু,হেলাল আহম্মেদ(রিপন), পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় রোকনুজ্জামান নামের এক সাপুড়িয়ার কাছ থেকে ৬ ফুট দৈর্ঘ্যর ১টি দাঁড়াশ ও ৩ ফুট দৈর্ঘ্যর ১ টি পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ কলাপাড়ার সদস্যরা।

গতকাল ১১ নভেম্বর রাত আনুমানিক দশটার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে বন বিভাগের সহায়তায় সাপুরিয়ার কাছ থেকে সাপ দুটি উদ্ধার করা হয়।

এসময় এনিমেল লাভারস অফ কলাপাড়ার টিম লিডার রাকায়েত আহসান, সদস্য মাসুদ হাসান, আফফান, কলাপাড়া বন বিভাগের বনকর্মী রাম প্রসাদ বিশ্বাস ও সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। সাপ দুটিকে বর্তমানে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন সংগঠনটির সদস্যরা। পরে ওই সাপুড়িয়া আর সাপ ধরবেনা মর্মে মুচলেখা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। এনিমেল লাভারস অফ কলাপাড়ার টিম লিডার রাকায়েত আহসান জানান, দুটি সাপের মধ্যে দাঁড়াশ সাপটি নির্বিশ। এটি কৃষকদের ব্যাপক উপকারে আসে। আর পদ্ম গোখরা বিষধর সাপ বলে জানান।