ঢাকা | জানুয়ারী ২, ২০২৫ - ১০:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর ছাত্র লীগের আহ্বায়ক গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, November 16, 2024 - 2:42 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 75 বার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর ছাত্র লীগের আহ্বায়ক প্লাবন শুভ (২৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৫নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে পৌর এলাকার কাঠিহারধর এলাকায় নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার ধরম চাঁদ গুপ্তর ছেলে এবং পেশায় একজন সাংবাদিক।

স্বেচ্ছাসেবক দল নেতার উপর হামলার ঘটনায় মালায় অজ্ঞাতনামা আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.সাদিকুর রহমান সাদিক।
থানা পুলিশ সুত্রে জানাগেছে, গত ২১ অক্টোবর রাতে উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরী মোড়ে স্বেচ্ছাসেবক দল নেতা আবু বক্কর সিদ্দিক জুয়েলের ওপর হামলা চালানো হয়।

গত ২২অক্টোবর সেচ্ছাসেবকদল নেতার বাবা রুহুল আমিন বাদি হয়ে হামলাসহ মারপিটের অভিযোগে থানায় একটি মামলা দয়ের করেন।

মামলায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানিক রতনসহ ১১জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামী করা হয়। সেই মামলায় অজ্ঞাতনামা আসামী হিসেবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন পৌর ছাত্রলীগের আহ্বায়ক প্লাবন শুভ কে গ্রেফতার করে পুলিশ।

ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.সাদিকুর রহমান সাদিক বিষয়টি নিশ্চিত করে বলেন,স্বেচ্ছাসেবক দল নেতার উপর হামলার ঘটনায় মালায় অজ্ঞাতনামা আসামী হিসেবে ছাত্রলীগ নেতা প্লাবন শুভ কে গ্রেফতার
করা হয়েছে। আজ শনিবার বিকেলে তাকে দিনাজপুর আদালতে প্রেরন করা হয়েছে ।