ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৭:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মহেশখালীর পাহাড়ে পাকা দালান নির্মাণের চেষ্টা, ভ্রাম্যমান আদালতের উচ্ছেৎ অভিযান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, November 20, 2024 - 4:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 13 বার

মোহাম্মদ শাহাবউদ্দীন, মহেশখালীঃ মহেশখালীর পাহাড়ে পাকা দালান নির্মাণের চেষ্টা, ভ্রাম্যমান আদালতের উচ্ছেৎ অভিযান চালিয়ে জব্দ করেছে নির্মাণ সামগ্রী

২০ নভেম্বর  উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা ও  উপজেলা সহকারী কমিশনার(ভূমি) দিপক ত্রিপুরাের নেতৃত্বে এবং রেঞ্জ কর্মকর্তা মহেশখালী রেঞ্জ  এস.এম.এনামুল হক  ও শাপলাপুরদিনেশপুর বিট কর্মকর্তা এবং সঙ্গীয় স্টাফগণের উপস্থিতিতে, মহেশখালী রেঞ্জাধীন  শাপলাপুর  বিটের আওতাধীন ১২ নং পাহাড় মৌজায় চালিয়াতলী এলাকায় সরকারী সংরক্ষিত বনে অবৈধভাবে নির্মানাধীন পাকা দালান উচ্ছেদ করা হয় এবং মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে পাহাড় কর্তনের অপরাধে আর্থিক দন্ড দেয়া হয়। এসময় অবৈধ নির্মানাধীন ইমারতের রড, ইট,সিমেন্ট সহ বিভিন্ন যন্ত্রাংশ  জব্দ করে  স্থানীয় ব্যবস্থাপনায় শাপলাপুর বিট অফিস হেফাজতে নিয়ে আসা হয়।

 

মহেশখালী রেঞ্জ জনাব এস.এম.এনামুল হক   বলে পাহাড়ে অবৈধ দখলদারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। দালান উচ্ছেদের ঘটনায় বন অপরাধে বন মামলা প্রক্রিয়া চলছে।