সৌদিতে এলডিপির সংবর্ধনা সভায়- ড.:কর্ণেল অলি আহমদ হাসিনা মুক্ত দেশ হলেও এখনও আওয়ামী দোষর মুক্ত হয়নি
খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি-শেখ হাসিনা মুক্ত দেশ হলেও এখনও আওয়ামী দোষর মুক্ত হয়নি। বাংলাদেশ, ১৯৭১ সালের স্বাধীনতার সংগ্রামে ১০% লোক মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করলেও, সে সময় শেখ মুজিবুর রহমান স্বাধীনতার যুদ্ধে অংশ নেননি, তিনি চেয়েছিলেন অভিমুক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে।
গণতন্ত্রের কথা বলে স্বাধীনতার পর প্রধানমন্ত্রী হয়ে দেশে বাকশাল কায়েম করে ছিলেন শেখ মুজিবু, তার মেয়ে শেখ হাসিনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার সাথে সরাসরি জড়িত এবং তিনি খুনি, দেশে গুম-খুন, গণহত্যা দ্রব্যমূল্যের ঊদ্ধগতি এবং শেয়ার বাজার সহ বিশ্ব রেকর্ড ব্যাংক লুটপাট ও ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ পালিয়ে যায়। দ্বিতীয় স্বাধীনতা জুলাই আগস্টের আন্দোলনে দেশের প্রতিটি মানুষ অংশ নিয়েছিল, তাই আমি মনে করি ১৫ই আগস্ট ও পাশে আগস্ট একই সূত্রে কথা বলে মন্তব্য করেন সৌদি আরব এলডিপি আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যর উপরোক্তে দেশের বর্ষীয়ান এ রাজনীতিবিদ লিবারেল ডেমোক্রেটিভ পার্টি এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল অবসর অলি আহমদ বীর বিক্রম এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, সংস্কারের জন্য অন্তর্ভুক্তকালীন সরকারকে আমরা সবাই সহায়তা করব তবে যাতে দীর্ঘও না হয়। অতি দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ও যাতে জনগণ তাদের ভোট প্রয়োগ করতে পারে নির্বাচনের আহ্বান জানান।
লিবারেল ডেমোক্রেটিত পার্টি এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম পবিত্র ওমরা পালনে আসলে
সৌদি আরব এলডিপির উদ্যোগে মক্কা এলডিপি সভাপতি হাজ্বী মুহাম্মদ আবু ছালেকের সভাপতিত্বে ও আবুল ফজল নান্নুর সঞ্চালনায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন এলডিপির প্রেসিডেন্ট ড: কর্নেল অলি আহমেদ বীর বিক্রম।
প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপি’র প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহমান,
বিশেষ অতিথি ছিলেন সৌদিআরব কেন্দ্রীয় এলডিপি সভাপতি ইমাম হোসেন মন্জু। মক্কা বিএনপি সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, ব্যবসায়ী আলহাজ্ব মুহাম্মদ শাহাআলম, ব্যবসায়ী আলহাজ্ব মুহাম্মদ জালাল, সৌদি আরব পশ্চিমঞ্চল বিএনপি সমন্বয়ক কমিটির সদস্য সচিব মুহাম্মদ শাহজাহান, মক্কা মহানগর জামায়াতে ইসলামীর সিনিয়র দায়িত্বশীল ডাঃ আবদুল মান্নান।
এলডিপির পক্ষ থেকে বক্তব্য রাখেন মুহাম্মদ রফিক, আব্দুল খালেক, মুহাম্মদ সেলিম, আবুল কাশেম, মুহাম্মদ জাকের হোসেন, মুহাম্মদ সাইফুল্লাহ, সালাউদ্দিন পেয়ারু, এম মাহমুদুল হক ও মাসুক করিম প্রমুখ।
অন্যান্যদের বিশিষ্ট রাজনীতি বিদ, সাংবাদিক, বুদ্ধিজীবী, ও প্রবাসী ব্যাবসায়ীগন উপস্থিত ছিলেন।