ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ২:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে মাদক নির্মূলে এক মাসের আল্টিমেটাম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, November 22, 2024 - 6:17 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 4 বার

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় শহরের উপকণ্ঠে রাজনগড় নতুন বস্তি এলাকায় দীর্ঘ ২০ বছর ধরে হরিজন সম্প্রদায়ের দশটি বাড়ির সামনে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ উঠেছে। এ মাদক ব্যবসার ফলে এলাকাবাসীর সামাজিক সম্প্রীতি নষ্ট হচ্ছে এবং যুবসমাজ নানা অপরাধে জড়িয়ে পড়ছে।

এই পরিস্থিতি নিয়ে শুক্রবার বিকেলে রাজনগড় বকুলতলা মোড়ে জেলা প্রশাসনের আয়োজনে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজনগড় মাদকবিরোধী কমিটির সভাপতি মনসুর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ এবং সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম। এছাড়া ছয়টি মসজিদের ইমাম, মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার তরুণরা সমাবেশে অংশ নেন ও বক্তব্য রাখেন।

সমাবেশের আলোচনা:বক্তারা অভিযোগ করেন, দিনের বেলায় প্রকাশ্যে রাস্তার ওপর মাদক বিক্রি চলছে, যা জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। প্রায় ১০ থেকে ১৫টি পরিবারের নারী-পুরুষ সরাসরি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার অভিযোগ করা হলেও মাদক ব্যবসা বন্ধ করা সম্ভব হয়নি।

সমাবেশে সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম বলেন, “আগামী এক মাসের মধ্যে মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করা না হলে পঞ্চগড় জেলায় দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।” তিনি ইউএনও’র কাছে মাদক ব্যবসায়ীদের একটি তালিকাও হস্তান্তর করেন।

ইউএনও জাকির হোসেন ও ওসি মাসুদ পারভেজ দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। তারা মাদক ব্যবসা বন্ধে নিয়মিত অভিযান চালানো এবং রাতে পাহারা দেওয়ার ব্যবস্থার কথাও জানান।

রাজনগড়ে মাদক ব্যবসার বিরুদ্ধে সমাবেশে এলাকাবাসীর ক্ষোভ ও প্রশাসনের উদ্যোগে দৃঢ় প্রতিশ্রুতি লক্ষ্য করা গেছে। সকলের সম্মিলিত প্রয়াসে মাদকমুক্ত সমাজ গড়ার এ উদ্যোগ সফল হবে বলে আশা করা হচ্ছে।