ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১১:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

এই সরকারকে ফেল করানো যাবেনা-বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, November 22, 2024 - 6:22 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 38 বার

সিরাজগঞ্জ প্রতিনিধি : বিএনপি যুগ্ন মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের প্রত্যেক শ্রেণী পেশার মানুষ এখন নির্বাচনী রোড ম্যাপ চায়। তারা একটি নির্বাচনী ডেট লাইন চায়। দেশের ১৮ কোটি মানুষ এখন নির্বাচন মুখী। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে সামগ্রিক ভাবে এগিয়ে নিতে ৩১ দফা পেশ করেছেন। বর্তমান সরকার আমার আমাদের আন্দোলনের ফসল বর্তমান সরকার আমাদের আন্দোলনের ফসল। তাদের মাধ্য এই দফা গুলো বাস্তবায়নের পথে এগিয়ে নিতে হবে। এ সরকারকে কোন ভাবেই ফেল করতে দেয়া যাবেনা। তাদেরকে সহযোগীতায় আমাদের পাশে থাকতে হবে।

তিনি শুক্রবার ২২ নভেম্বর বিকেলে সিরাজগঞ্জের চৌহালী সরকারি ডিগ্রী কলেজ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, এ সরকার আমাদের সমর্থিত জনগণের সরকার। এ সরকার তো হাসিনা সরকারের মত স্বৈরশাসক না যে, নির্বাচনের রোড ম্যাপ দিতে বিলম্বিত করবেন। তিনি আশা করেন খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিয়ে অন্তর্বতী সরকার তার অবস্থান পরিস্কার করবেন।

এসময় উপজেলা বিএনপি সভাপতি জাহিদ মোল্লার সভাপতি অনুষ্ঠানে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো: আমিরুল ইসলাম খান আলিম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নাল হোসেন কারী, প্রমুখ বক্তব্য রাখেন।

জনসমাবেশে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন।