পঞ্চগড়ে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন: আসামি গ্রেফতারের দাবি
স্নিগ্ধা খন্দকার পঞ্চগড় প্রতিনিধিঃপঞ্চগড় শহরের সাহেরা মেডিসিন মার্ট থেকে লাখ টাকার ঔষধ চুরির ঘটনায় আসামি বাদল চন্দ্রকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ঔষধ ব্যবসায়ীরা। বুধবার সকালে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি পঞ্চগড় শাখার উদ্যোগে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মোবাশের হোসেন সহ নেতারা অভিযোগ করেন, বাদল চন্দ্র প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং মামলার বাদীকে হুমকি দিচ্ছেন। তারা জানান, আসামি গ্রেফতার না হলে ২৪ ঘণ্টার মধ্যে অনির্দিষ্টকালের জন্য জেলার সব ঔষধের দোকান বন্ধ রাখা হবে। এর আগে সকালে পৌর এলাকার সব দোকান বন্ধ থাকায় রোগীরা বিপাকে পড়েন।
পঞ্চগড় সদর থানার ওসি এস এম মাসুদ পারভেজ জানান, আসামি ধরতে বিশেষ টিম কাজ করছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজি টুলু বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আসামি গ্রেফতারে দ্রুত ব্যবস্থা না নিলে জেলার ঔষধ খাতের সংকট আরও তীব্র হতে পারে। প্রশাসনের কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি।