বালাগঞ্জে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
হেলাল আহমদ, বালাগঞ্জ প্রতিনিধি :তরুণ উদ্যোক্তাদের আর্থসামাজিক উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে তরুণদের অর্থনৈতিক সুযোগ এবং ক্যারিয়ার গড়ার সাথে তাদের কে যুক্ত করার লক্ষ্যে বালাগঞ্জ ব্র্যাকের ক্লাইমেট রেজিলিয়েন্ট এন্টারপ্রিনিউরশীপ প্রোগ্রাম ফর ইয়ুথ-লেড বিজনেস এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৭শে নভেম্বর , বালাগঞ্জ উপজেলার পরিষদের কনফারেন্স রুমে ব্র্যাকের জেলা সমন্বয়ক অনিক মাহমুদ অপু’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ।
প্রকল্পের মুলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক সুহেল চাকমা’র পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্যে দেন সহকারী কমিশনার (ভূমি)সরকার মামুনুর রশিদ,বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. ফয়েজ আহমদ, বালাগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, বালাগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহাব উদ্দীন শাহিন , বালাগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক হেলাল আহমদ, উপজেলা সমবায় উপরিদর্শক অফিসার সমীর বরন রায়।যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম আহাম্মদ ঊল্লা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ,এ ছাড়াও বক্তব্য রাখেন ব্র্যাকের কর্মকর্তা হরিধন তালুকদার- এলাকা ব্যবস্থাপক (প্রগতি),ফিরোজ মিঞা -উপজেলা ব্যবস্থাপক(অর্থ ও হিসাব বিভাগ।
ব্র্যাকের মাইক্রোসফট কমকর্তা ও উদ্দিপন,আশা, কর্মকর্তা সাবিক ব্যবস্হাপনায় পাপলু চন্দ্র চন্দ, নারী উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য দেন রোকসানা আক্তার প্রমুখ।
একজন উদ্যোক্তা কিভাবে তার ব্যবসা শুরু করবেন, পরিচালনা করবেন, কিভাবে অর্থ ব্যবস্থাপনা করবেন, কিভাবে শোভন কাজ নিশ্চিত করবেন এবং ব্যবসার ঝুঁকি নিরসনের উপায় সমূহ কি কি হতে পারে সেই বিষয়ে অবহিত করন করা হয়।
সভায় বক্তারা বলেন, বেসরকারি সংস্থা গুলোর মাধ্যমে মানুষ অনেক উপকৃত হচ্ছে। মানব সম্পদ উন্নয়নে ব্র্যাক যে কাজ করছে তা প্রশংসনীয়। প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়ে তুলে দেশ-বিদেশে কাজ করলে মানুষের গুরুত্ব বেড়ে যায়। সরকার দেশের বেকারত্ব দূরীকরণে নানা পদক্ষেপ নিচ্ছে। এ প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব।।