ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৪:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চট্রগ্রামে আইনজীবী হত্যায় ইসকন নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, November 28, 2024 - 12:23 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার

লক্ষ্মীপুর: চট্টগ্রামে আদালত আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যাসহ মসজিদ ভাঙচুরের প্রতিবাদ ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার ব্যানারে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে মিছিল বের করা হয়। এরআগে দুপুরে একই দাবিতে জেলা আইনজীবী সমিতির ব্যানারে জজ আদালত প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করা হয়।

এছাড়া রামগঞ্জ উপজেলা শহর তৌহিদী জনতা ও লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পৃথক পৃথক বিক্ষোভ মিছিল করে।

আইম্মা পরিষদের কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারী মো. মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন ও প্রচার ও দাওয়াহ সম্পাদক মাহমুদুল হাসানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আইনজীবীদের কর্মসূচিতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রহমত উল্যাহ বিপ্লব, এডভোকেট নজির আহমেদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মিলন মন্ডল ও এডভোকেট রাকিবুল হাসান তামিম প্রমুখ।
বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তারা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে আইনজীবী আলিফকে নির্মমভাবে হত্যা করেছেন। তারা মসজিদে হামলা করে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে আসছে। আমরা মনে করি হিন্দু যারা আছেন তারা আমাদের ভাই বন্ধু। তাই আমরা তাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে পাহারার ব্যবস্থা করি। গত কয়েকদিন থেকে ইসকন নামের জঙ্গি সংগঠন উদ্দেশ্যপ্রনোদিত ভাবে একের পর এক উস্কানি দিয়ে যাচ্ছে। চট্টগ্রামে হামলায় নিহিত আলিফের হত্যার দ্রুত বিচার না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।