খাগড়াছড়িতে নিখোঁজের ৬ দিন পর শিশু রিহাদকে উদ্ধার করলো পুলিশ
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালা ও কক্সবাজার জেলার চকরিয়া থানা পুলিশের সহযোগীতায় নিখোঁজ ডায়েরী মূলে ১বছর ৬মাসের শিশু মো: রিহাদকে ৬দিন পর উদ্ধার করেছে দীঘিনালা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দীঘিনালা উপজেলার ১নং মেরুং ইউনিয়নের জামতলী বাঙ্গালী পাড়ার বাসিন্দা মোঃ গিয়াস উদ্দিনের দেড় বছরের শিশু গত ২১নভেম্বর নিখোঁজ হয়। নিখোঁজের পিতা ২২নভেম্বর দীঘিনালা থানায় নিখোঁজ ডায়রী করেন। ডায়েরী মূলে পররবর্তীতে তথ্য প্রযুক্তির সহযোগীতায় জানতে পারে শিশু রিহাদ কে অপহরন করিয়া অপহরনকারী শিশু রিহাদসহ কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায় অবস্থান করছেন। পরবর্তীতে দীঘিনালা থানা ও চকরিয়া থানা পুলিশের সহযোগীতায় শিশু রিহাদসহ অপরহনকারীকে চকরিয়া থানা এলাকা হতে সুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। উদ্ধারকৃত শিশু রিহাদকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া বলেন, তথ্য ও প্রযুক্তি সহযোগীতায় লোকেশন টেগ করে ৬দিন পর দীঘিনালা থানা ও কক্সবাজার জেলার চকরিয়া থানা পুলিশের সহযোগীতায় শিশু মো: রিহাদকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পেরে আমরা আনন্দিত। তবে নিখোঁজ ডায়রীর আবেদনকারী ও শিশু অপহরনকারী উভয়ে আত্নীয় হওয়ায় এবং পারিবারিক দ্বন্দ্বের জেরে শিশুটিকে অপহরণ করা হয়েছে দাবী করে নিখোঁজ ডায়রীর আবেদনকারী, অপরহরণকারীর বিরুদ্ধে কোন অভিযোগ/মামলা করিবে না মর্মে মুচলেখা দেন।