ঢাকা | ডিসেম্বর ২২, ২০২৪ - ১১:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চট্টগ্রামে আজিমুশ্শান মিলাদুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 9, 2024 - 8:04 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 29 বার

“বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের মোকাবিলায় ওলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ” আওলাদে রাসূল (সাঃ) আল্লামা সাইয়েদ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহির জাবেরী আল-মাদানী।

অদ্য ৭ ডিসেম্বর শনিবার বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রাম এর উদ্যোগে প্রফেসর ড. মাওলানা সাইয়্যেদ মোহাম্মদ আবু নোমানের সভাপতিত্বে মাওলানা মুহসিন আল হোসাইনীর পরিচালনায় দুপুর দুই ঘটিকা হতে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে এক আমিুশ্শান মিলাদুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অব গভর্নরসের সম্মানিত গভর্নর, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আওলাদে রাসূল (সাঃ) আল্লামা সাইয়েদ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহির জাবেরী আল-মাদানী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের মোকাবিলায় ওলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ।

উক্ত মাহফিলে আরো বক্তব্য রাখেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. মাওলানা আবু বকর রফিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাওলানা মুহাম্মদ বদরুদ্দোজা, প্রফেসর ড. আ.ক.ম আবদুল কাদের, প্রফেসর ড. মাওলানা আহ্মদ আলী, প্রফেসর ড. মাওলানা গিয়াস উদ্দীন তালুকদার, প্রফেসর ড. মাওলানা নিজাম উদ্দীন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বি.এম মুফিজুর রহমান আজহারী। বায়তুশ শরফ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ। চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা হাফেজ মুহাম্মদ শাহ্ আলম। কাট্টলী জাকেরুল উলুম ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবু হানিফা মুহাম্মদ নোমান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের প্রাক্তন খতিব মাওলানা এ.বি.এম সিদ্দিকুল্লাহ্, চুনতী দরবার শরীফের পীর সাহেব মাওলানা মুহাম্মদ হাফিজুল হক নিজামী। ফিরোজশাহ বড় মাদ্রাসার পীর সাহেব হাফেজ মাওলানা মুহাম্মদ তাজুল ইসলাম, দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা এ.টি.এম তাহের, দারুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস শাহজাদা মাওলানা মনিরুল মান্নান, বদরপতি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ ইসহাক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ মমতাজুর রহমান, মাওলানা আহমদুর রহমান নদভী, মাওলানা মোহাম্মদ
সলিমুল্লাহ হাবীবী, মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী আনছারী, মাওলানা মহিউদ্দিন মাহবুব, মাওলানা মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইমরান সাঈদ প্রমুখ। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দু’আ ও মুনাজাত করা হয়।