ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৫:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

খাগড়াছড়িতে পুলিশের চৌকস অভিযানে ছিনতাইকৃত ৪ টি মোবাইলসহ গ্রেফতার ১

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, December 8, 2024 - 2:46 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 40 বার
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকৃত ৪টি মোবাইল ফোন উদ্ধারসহ মো. মীর হোসেন নামে একজন গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মো. মীর হোসেন মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি গৌরাঙ্গ পাড়ার আব্দুল মান্নান এর ছেলে।
শনিবার (৭ ডিসেম্বর) দিনগত রাত ৩টায় শহরের গঞ্জপাড়া এলাকা থেকে পুলিশের অভিযান পরিচালনা করে ছিনতাই ঘটনার সাথে জড়িত আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ১৪ নভেম্বর রাত সাড়ে ১১টায় বিকাশ ব্যবসায়ী মেনন ধর বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হলে খাগড়াছড়ি গেইট এর সামনে পাকা রাস্তার উপর পৌছাঁলে অজ্ঞাতনামা ৩ জন ব্যক্তি তাকে ছুরিকাঘাত সহ মারধর করে ব্যাগের ভিতর নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, মোবাইলফোন এবং ট্যাবসহ ব্যাগটি ছিনতাই করে নিয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে খাগড়াছড়ি সদর থানায় গত ১৭ নভেম্বর মামলা রুজু হয়।
পুলিশ সূত্রে আরো দাবি করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে তার অপর ২ সহযোগীসহ উক্ত ঘটনার সংঘটিত করেছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, দ্রুত আসামিকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন এবং ঘটনার সাথে জড়িত অপর আসামিদেরকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতে অনুরূপ যে কোএনা অপরাধের ক্ষেত্রে খাগড়াছড়ি জেলা পুলিশ যথাযথ আইনের প্রয়োগ ঘটিয়ে জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি জেলা পুলিশ সদা সচেষ্ট।