ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৪:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 9, 2024 - 5:28 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার ধামইরহাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এর সহযোগিতায় দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরের  সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মুস্তাফিজুর রহমান। জীবনের দুঃসময় অতিক্রম করে জয়ীতা হওয়ার করুন ঘটনা বর্ণনা করেন জয়ীতা জেসমিন আক্তার, জয়ীতা মরিয়ম বেগম এবং ২০১৩ সালের জয়ীতা মরিয়ম বেগম। ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি এর ম্যানেজার ম্যানুয়াল হাঁসদা নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে ওয়ার্ল্ড ভিশনের নারীর সচেতনতামূলক  বিভিন্ন কার্যক্রম আলোচনায় তুলে ধরেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান বাল্যবিবাহ ও নারী নির্যাতনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরে নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলনের প্রতি গুরুত্ব আরোপ করেন।