ময়মনসিংহে শহীদ মিনারে সদর উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ
স্টাফ রিপোর্টারঃমহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে ময়মনসিংহের সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আলোকে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা করা হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স ভোরে নগরী ব্রীজ মোড় এলাকায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সদর উপজেলা কমিশনার(ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাকসুদা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা পরিসংখ্যান অফিসার ও দাপুনিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মেহেদী হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক অফিসার ও সিরতা ইউনিয়ন পরিষদ এর দায়িত্ব প্রাপ্ত প্রশাসক মোঃ বেলায়েত হোসেন।
।উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স বলেন,স্বাধীনতা বাংলাদেশের জাতীয় সম্পদ। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্যে দিয়ে এ স্বাধীনতা অর্জন করে। তাই আমাদেরকে এ বিজয়কে স্মরণ করে একটি অর্থনৈতিক শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে হবে।
এসময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সকল শ্রেণী পেশার মানুষ শহীদ মিনার প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পণ করে।