নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় আকাশ মাল্টিমিডিয়া একাডেমী ও কেজি স্কুলের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে উক্ত স্কুল প্রাঙ্গণে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তানোর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম মোখলেছুর রহমান (কামরুল)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল ইসলাম বাবু, পুকুরিয়া কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, আহসান মেমোরিয়াল কেজি স্কুলের পরিচালক শফিউল ইসলাম, ইউপি সদস্য আবু বাক্কার সিদ্দিক,আব্দুর রউফ তহিদুল, কাবিরুল ইসলাম প্রমূখ।
এসময় অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন আকাশ মাল্টিমিডিয়া একাডেমী ও কেজি স্কুলের পরিচালক মমতাজুল রহমান আকাশ।
শেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।#