শিবগঞ্জে মহাস্থান ও কিচক প্রেসক্লাবে ১লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান ৷
রাব্বী হাসান সুমন, শিবগঞ্জ (বগুড়া) ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান প্রেসক্লাব ও কিচক প্রেসক্লাবের উন্নয়নে রূপসী বিডি গ্রুপের চেয়ারম্যান কর্তৃক অর্থ সহায়তা করা হয়েছে।
বুধবার বিকেল ৫টায়, শিবগঞ্জ উপজেলার তেঘর উপজেলা বিএনপির কার্যালয়ে দুটি প্রেসক্লাব সংস্কারের জন্য ৫০ হাজার টাকা করে ১লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন রূপসী বিডি গ্রুপের চেয়ারম্যান, শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান মীর শাহে আলম।